Anurag Kashyap: পরিচালকের প্রশ্ন, ‘ পিরিয়ড কবে তোমার?’
Bollywood: অনুরাগ তাঁকে আরও প্রশ্ন করেছেন, অম্রুতা সেই সময় ওই দৃশ্যে অভিনয় করতে পারবেন কি না। অম্রুতা সেই পরিচালকের প্রতি কৃতজ্ঞ। সেই অভিজ্ঞতাই তিনি জানিয়েছেন।
‘লাস্ট স্টোরিজ’ হয়তো অনেকেই দেখেছেন। ৪টি গল্প নিয়ে এই ছবিটি বানানো হয়েছিল। কঙ্কনা সেন শর্মা পরিচালনা করেছিলেন এই ছবিটি। সেই ছবিতে পরিচারিকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অম্রুতা সুভাষকে। এর আগে তিনি ‘সেক্রেড গেমস ২’ ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে তাঁকে এক গুপ্তচর এজেন্টের ভূমিকায় দেখা যায়। পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ । এই সিরিজে ছিল কিছু ‘সেক্স সিন’। অম্রুতাকে একটি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়,যৌনদৃশ্যে অভিনয় করার সময় পরিচালক মহিলা হলে বেশি সহজ? তিনি জানান, যৌন দৃশ্যে অভিনয় তাঁর প্রথম সেক্রেড গেমস ২-এ । পরিচালক ছেলে না মেয়ে সেটা বড় ব্যাপার না। অনুরাগ খুবই ভাল মানুষ। অনুরাগ অম্রুতাকে জিজ্ঞাসা করেছিল,তাঁর পিরিয়ডসের তারিখ কবে। কারণ একটাই সেই সময় অনুরাগ ওই সব দৃশ্যগুলি শুটের তারিখ রাখবেন না। অনুরাগ তাঁকে আরও প্রশ্ন করেছেন, অম্রুতা সেই সময় ওই দৃশ্যে অভিনয় করতে পারবেন কি না। অম্রুতা সেই পরিচালকের প্রতি কৃতজ্ঞ। সেই অভিজ্ঞতাই তিনি জানিয়েছেন।