Arambag Railways News: শনিবার রাত থেকে আরামবাগে ট্রেন যাবে না
শনিবার রাত ০৮ টা ১৫ মিনিটের পর থেকে রবিবার বিকেল পর্যন্ত আরামবাগ -হাওড়া লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে । পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেরকমই জানানো হয়েছে। এ ব্যাপারে আরামবাগ সহ বিভিন্ন স্টেশনে মাইকিং করেও বিষয়টি জানানো হচ্ছে।
শনিবার রাত ০৮ টা ১৫ মিনিটের পর থেকে রবিবার বিকেল পর্যন্ত আরামবাগ -হাওড়া লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে । পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেরকমই জানানো হয়েছে। এ ব্যাপারে আরামবাগ সহ বিভিন্ন স্টেশনে মাইকিং করেও বিষয়টি জানানো হচ্ছে। জানা গেছে, দিয়ারা থেকে শেওড়াফুলি পর্যন্ত লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে এই ট্রেন চলাচল বন্ধ থাকছে। সেখানে কাজ চলবে।রবিবার বিকেলের পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। রেলের নোটিশ অনুযায়ী ডাউন রাত ৯.৩০ গোঘাট ও আরামবাগ স্টেশন থেকে শনিবার রাত ৯.৪৪ ডাউন ট্রেন চলাচল বন্ধ থাকবে। তারপর থেকে রবিবার দুপুর ২টো ৫০ পর্যন্ত আরামবাগ স্টেশন থেকে সমস্ত ট্রেন বাতিল থাকছে। একইভাবে হাওড়া থেকেও শনিবার সন্ধ্যে ৬.৪০ আপ গোঘাট লোকাল বাতিল করা হয়েছে। আর তারপর থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত ১৫ পর্যন্ত সমস্ত ট্রেন বন্ধ থাকবে। তবে তারকেশ্বর ও সিঙ্গুরের মধ্যে কয়েকটি স্পেশাল ট্রেন চলবে বলে জানা গেছে। এর মধ্যে আরামবাগ থেকে তারকেশ্বর পর্যন্ত দুটি ট্রেন স্পেশাল ভাবে চলবে। সকাল ০৭ টা ৩০ মিনিট ও বেলা ১০ টায়।