Indian Air Force: ফাইনাল ট্রায়ালের দোরগোড়ায় ধ্রুব, মার্চেই সেনায় ফেরার সম্ভাবনা

| Edited By: Purvi Ghosh

Dec 13, 2025 | 7:18 PM

শুধু খারাপ খবর নয়, ভাল খবরও রয়েছে। সব পরীক্ষা-নিরীক্ষার পর ধ্রুব সিরিজের ত্রুটি চিহ্নিত করে তা সারানো হয়েছে। আগামী মার্চের মধ্যেই আরও উন্নত সংস্করণে ধ্রুব হেলিকপ্টারগুলির সেনায় প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে। নতুন করে ফেরা ধ্রুব সিরিজে একাধিক আপগ্রেড যুক্ত করা হয়েছে। বায়ুসেনা এই নতুন সংস্করণ নিয়ে যথেষ্ট আশাবাদী।

আর এক ধাপ পেরোলেই ফাইনাল ট্রায়াল। তার পরেই ঘরে ফেরা। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম সামরিক হেলিকপ্টার ধ্রুবর সেনায় প্রত্যাবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা।

চলতি বছরের জানুয়ারিতে মহড়ার সময় গুজরাতে ফাইভ ওয়ান সিরিজের একটি ধ্রুব হেলিকপ্টার ভেঙে পড়ে। সেই ঘটনার জেরেই গোটা ধ্রুব সিরিজকে গ্রাউন্ডেড করে দেয় সেনা ও প্রতিরক্ষামন্ত্রক। তবে জানুয়ারির দুর্ঘটনাই প্রথম নয়। ২০২৩ ও ২০২৪ সালেও ধ্রুব সিরিজের মোট তিনটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল। ফলে সমস্যার উৎস খুঁজে বের করা অত্যন্ত জরুরি হয়ে ওঠে।

সমস্যা কোথায়, গঠনগত, যান্ত্রিক নাকি রক্ষণাবেক্ষণজনিত, তা নিয়ে দীর্ঘদিন একমত হতে পারেনি টেকনিক্যাল টিম। নির্মাতা সংস্থা হ্যালের দাবি ছিল, হেলিকপ্টারের গঠন বা যন্ত্রাংশে কোনও ত্রুটি নেই, রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তবে সেনার টেকনিক্যাল টিম সেই যুক্তি মানতে চায়নি। এই মতপার্থক্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

তবে শুধু খারাপ খবর নয়, ভাল খবরও রয়েছে। সব পরীক্ষা-নিরীক্ষার পর ধ্রুব সিরিজের ত্রুটি চিহ্নিত করে তা সারানো হয়েছে। আগামী মার্চের মধ্যেই আরও উন্নত সংস্করণে ধ্রুব হেলিকপ্টারগুলির সেনায় প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে।

নতুন করে ফেরা ধ্রুব সিরিজে একাধিক আপগ্রেড যুক্ত করা হয়েছে। বায়ুসেনা এই নতুন সংস্করণ নিয়ে যথেষ্ট আশাবাদী। এতটাই যে, হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে ধ্রুব মোতায়েনের সিদ্ধান্তও অনেকটাই চূড়ান্ত। ইতিমধ্যেই হাসিমারা বায়ুসেনা ঘাঁটির আধুনিকীকরণের জন্য প্রতিরক্ষামন্ত্রক ৩,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

সব মিলিয়ে, দীর্ঘ অপেক্ষার পর আবার আকাশে ফিরতে চলেছে ধ্রুব। এবার আরও উন্নত, আরও নির্ভরযোগ্য রূপে।