Attack on PoK and Pakistan: ‘বদলা নিয়েছে’ ভারত, পাল্টা আক্রমণের ভয়ে বাঙ্কারে সীমান্তের মানুষ!

May 07, 2025 | 6:30 PM

Pakistan News: মধ্যরাতে পাকিস্তানের উপর 'স্ট্রাইক' করেছে ভারত। আর তারপর থেকেই পাল্টা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেই গুলির হাত থেকে বাঁচতে এখন বাঙ্কারই ভরসা সীমান লাগোয়া গ্রামগুলোর।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। তার ঠিক ১৩ দিনের মাথায় মধ্যরাতে পাকিস্তানের উপর ‘স্ট্রাইক’ করেছে ভারত। কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তানের কোনও সেনা ঘাঁটিতে এই হামলা করা হয়নি। কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে সে দেশের সব জঙ্গি ঘাঁটিগুলো। আর তারপর থেকেই পাল্টা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেই গুলির হাত থেকে বাঁচতে এখন বাঙ্কারই ভরসা সীমান লাগোয়া গ্রামগুলোর।

বাঙ্কারের মধ্যে বাচ্চা থেকে বুড়ো সকলেই রয়েছে। সেই বাঙ্কারে বসেই তাঁরা বলছেন ভারতের এই প্রত্যাঘাতে খুব খুশি। তবে, পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে তাঁরা ভয় পাচ্ছেন না। বলছেন, আমরা তৈরি রয়েছি।

Published on: May 07, 2025 06:25 PM