Attack on PoK and Pakistan: পাকিস্তানের হাল দেখে চাপে বাংলাদেশ? বাংলার আকাশে উড়ছে ‘রাফাল’

May 07, 2025 | 6:58 PM

Siliguri Air Base: শিলিগুড়ি থেকে খুবই কাছে চিন সীমান্ত। বাংলাদেশ সীমান্ত একেবারে গায়ের উপর। ফলে এই এলাকায় বিভিন্ন সামরিক ও বেসামরিক সম্পত্তি রক্ষার জন্য অতি তৎপর ভারতীয় সেনা ও ভারতীয় বায়ু সেনা।

মধ্যরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯ জায়গায় স্ট্রাইক করেছে ভারতীয় সেনা। তারপরই শিলিগুড়ির আকাশে দেখা গেল যুদ্ধ বিমানের ছবি। একই সঙ্গে বাগডোগরার বায়ু সেনা ছাউনি থেকে গোটা এলাকা টহল দিচ্ছে সামরিক চপারও। ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা শিলিগুড়ি করিডোর। সেই এলাকা রক্ষার জন্য তৎপর ভারতের ইস্টার্ন কমান্ড।

শিলিগুড়ি থেকে খুবই কাছে চিন সীমান্ত। বাংলাদেশ সীমান্ত একেবারে গায়ের উপর। ফলে এই এলাকায় বিভিন্ন সামরিক ও বেসামরিক সম্পত্তি রক্ষার জন্য অতি তৎপর ভারতীয় সেনা ও ভারতীয় বায়ু সেনা। আর সেই অবস্থার কথা মাথায় রেখেই প্রস্তুত রয়েছে হাসিমারা। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে বাগডোগরা বিমান ঘাঁটিকে।

Published on: May 07, 2025 06:49 PM