Baghbazar Maayer Bari: মায়ের বাড়ি যেন বদলে গেছে
মায়ের বাড়ি প্রবেশের পথ চওড়া হয়ে গেছে। মেলা বসেছে সেখানে। মা সারদার পদার্পণ দিবস পালন করা হল বাগবাজার মায়ের বাড়িতে। সাধুরা তো বটেই ভক্ত অনুরাগীরাও বলছেন পরিবেশ বদলে গেছে। খোলা হাওয়া ঢুকছে বাগবাজার মায়ের বাড়িতে। সাধুরা এসেছেন বেলুড় মঠ এবং মঠের মিশনের অন্যান্য শাখা প্রশাখা থেকে।সেবা প্রতিষ্ঠান আগত সাধুরা বললেন মায়ের বাড়ি একই রকম রয়েছে তবে হ্যাঁ তার চেহারা বদলে গিয়েছে
মায়ের বাড়ি যেন বদলে গেছে। সরু গলি নয়। মায়ের বাড়ি প্রবেশের পথ চওড়া হয়ে গেছে। মেলা বসেছে সেখানে। মা সারদার পদার্পণ দিবস পালন করা হল বাগবাজার মায়ের বাড়িতে। সাধুরা তো বটেই ভক্ত অনুরাগীরাও বলছেন পরিবেশ বদলে গেছে। খোলা হাওয়া ঢুকছে বাগবাজার মায়ের বাড়িতে। সাধুরা এসেছেন বেলুড় মঠ এবং মঠের মিশনের অন্যান্য শাখা প্রশাখা থেকে।সেবা প্রতিষ্ঠান আগত সাধুরা বললেন মায়ের বাড়ি একই রকম রয়েছে তবে হ্যাঁ তার চেহারা বদলে গিয়েছে। এর আগেই মায়ের বাড়ির পাশে উৎসব অনুষ্ঠানে মেলা বাস্টল বসানো সম্ভব হতো না। জনসমাগম যে পরিমাণে হতো সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া মুশকিল হতো। এখন আর সেটা হচ্ছে না। ভক্ত অনুরাগী আগে বাগবাজার মায়ের বাড়ির প্রবেশ পথে তিল ধারণের জায়গা থাকতো না। এখন সেখানে স্টল বসেছে মিশনের। সত্যিই যেন মায়ের বাড়ি গেছে। পরিসর আরও বেড়েছে।
Latest Videos