VIDEO: বাড়ি যাবেন না BLO, মন্দিরে বসেই ফর্ম বিলি

|

Nov 10, 2025 | 1:32 PM

SIR Controversy: হুগলির বলাগড়ের শ্রীপুর এলাকায় ১০৩ নম্বর ওয়ার্ডের বিএলও বাড়ি বাড়ি ফর্ম বিলি না করতে গিয়েে মন্দিরে বসে এই ফর্ম দিচ্ছিলেন। বিজেপির মন্ডল সভাপতির নজরে বিষয়টি আসতেই বিক্ষোভ দেখান। তৃণমূল ও বিজেপি কর্মীদের হাতাহাতিও হয়। বিজেপির অভিযোগ, তাদের আটকানোর জন্য পরিকল্পনা করে এই কাজ করা হচ্ছে।   

এসআইআরের ফর্ম বিলি নিয়ে বিতর্ক থামছেই না। ফের চর্চায় বিএলও-র কর্মকীর্তি। বাড়ি বাড়ি না গিয়ে মন্দিরে বসে এসআইআরের এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল। হুগলির বলাগড়ের শ্রীপুর এলাকায় ১০৩ নম্বর ওয়ার্ডের বিএলও বাড়ি বাড়ি ফর্ম বিলি না করতে গিয়েে মন্দিরে বসে এই ফর্ম দিচ্ছিলেন। বিজেপির মন্ডল সভাপতির নজরে বিষয়টি আসতেই বিক্ষোভ দেখান। তৃণমূল ও বিজেপি কর্মীদের হাতাহাতিও হয়। বিজেপির অভিযোগ, তাদের আটকানোর জন্য পরিকল্পনা করে এই কাজ করা হচ্ছে।