Bangladesh Update: বেছে বেছে হিন্দুদের উৎসবে ‘ছুটি বাতিল’ করলেন ইউনূস?

| Edited By: Avra Chattopadhyay

Jan 01, 2026 | 8:43 PM

Bangladesh's Bhasha Diwas: বাংলাদেশে তুমুলে ছুটি বিতর্ক। বাধ সাঁধল ইউনূস সরকার। প্রথামাফিক ২০২৫ সালের শেষে নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। যা ঘিরে মহা-বিতর্ক। বাতিল হয়েছে হিন্দুদের সকল উৎসব-অনুষ্ঠানের সরকারি ছুটি। বাতিল হয়েছে মাতৃভাষা দিবসের ছুটিও।

ঢাকা: বাংলাদেশে তুমুলে ছুটি বিতর্ক। বাধ সাঁধল ইউনূস সরকার। প্রথামাফিক ২০২৫ সালের শেষে নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। যা ঘিরে মহা-বিতর্ক। বাতিল হয়েছে হিন্দুদের সকল উৎসব-অনুষ্ঠানের সরকারি ছুটি। বাতিল হয়েছে মাতৃভাষা দিবসের ছুটিও।

কী কী ছুটি বাতিল?

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন বছরে বাতিল হয়ে গিয়েছে সরস্বতীর পুজো, বুদ্ধ পূর্ণিমা, জন্মাষ্টমী, মহালয়া-সহ একাধিক হিন্দু উৎসবের সরকারি ছুটি। এমনকি, বাদ পড়েছে মে দিবস ও ভাষা দিবসের ছুটিও। অবশ্য, ইউনূস সরকারের ঘনিষ্ঠ মহলের যুক্তি, এ বছর ২১ ফেব্রুয়ারি শনিবার পড়েছে। শুক্রবার এবং শনিবার বাংলাদেশে এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই আলাদা করে ভাষা দিবসের কথা সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।