ইউনূসের সময় শেষ, ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য বড় দিন
Bangladesh Election: বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে হবে ভোটগ্রহণ পর্ব। এক দফাতেই আয়োজিত হবে ভোট। এদিন প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ পর্ব।
ইউনূস সরকারের মেয়াদ শেষ হতে চলল। বাংলাদেশে অবশেষে হতে চলেছে জাতীয় নির্বাচন। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে হবে ভোটগ্রহণ পর্ব। এক দফাতেই আয়োজিত হবে ভোট। এদিন প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ পর্ব। সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
তার আগে মনোনয়ন দাখিল পর্ব চলবে ২৯ ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত। প্রার্থীদের মনোনয়ন তালিকা প্রকাশ হবে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রচারকাজ।