Dankuni Racket: ডানকুনির ফ্ল্যাটে স্বামী-স্ত্রী সেজে চলত নীল ছবির কারবার?

| Edited By: Avra Chattopadhyay

Nov 24, 2025 | 6:30 PM

Dankuni News Update: শনিবার ডানকুনির পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মৃগালা মল্লিক পাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি যুবককে। নাম রাসেল সিকদার। এই ফ্ল্যাটেই তাঁর সঙ্গে থাকা এক মহিলাকেও উদ্ধার করেছিল পুলিশ। আপাতত হোমে পাঠানো হয়েছে তাঁকে।

হুগলি: ডানকুনির আবাসনে চলত পর্ন ছবির কারবার? একটা গ্রেফতারি ঘিরে উঠে গিয়েছে সেই প্রশ্নটাই। শনিবার ডানকুনির পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মৃগালা মল্লিক পাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি যুবককে। নাম রাসেল সিকদার। এই ফ্ল্যাটেই তাঁর সঙ্গে থাকা এক মহিলাকেও উদ্ধার করেছিল পুলিশ। আপাতত হোমে পাঠানো হয়েছে তাঁকে।

চার বছর আগে এক নাবালিকা নিয়ে এই ফ্ল্য়াটে ওঠে রাসেল। সাধারণের চোখে তাঁরা ছিল স্বামী-স্ত্রী। কিন্তু রাসেল ধরা পড়তেই মাথা চাড়া দিয়েছে অন্য তত্ত্ব। তার বিরুদ্ধে নীল ছবির কারবারের অভিযোগ তুলেছেন একাংশ। ফ্ল্য়াটের মধ্যে পর্ন ভিডিয়ো তৈরি করে টাকা উপার্জন করত রাসেল। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুরু হয় রাজনৈতিক তরজাও।

 

Published on: Nov 24, 2025 06:30 PM