SIR in Bengal: এসআইআর-এ ভয়? তালা ঝুলিয়ে ‘ঠিকানা বদল’ একাধিক পরিবারের
West Bengal SIR News: নদীয়ার কৃষ্ণগঞ্জের হুদো গবিন্দপুর গ্রামে উধাও 'বাংলাদেশি'। স্থানীয়দের অভিযোগ, দুই দেশেরই বাসিন্দা ওই পরিবারগুলি। গ্রামের বিএলও-দের যাতায়াত বাড়তেই তল্পিতল্পা গুটিয়ে পলাতক হয়েছে তাঁরা। বলে রাখা প্রয়োজন, এঁদের কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে।
নদিয়া: ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ শুরু হতেই বাংলাদেশিদের পর্দাফাঁস। ফাঁকা হয়েছে রাজ্যের একের পর এক সীমান্তবর্তী গ্রাম। ফর্ম দিতে গিয়ে হতবাক হয়েছে বিএলও-রা। কিন্তু কোথায় গেলেন এই গ্রামবাসীরা? এবার এই ফাঁকা গ্রামের ছবি ধরা পড়েছে নদিয়াতেও।
নদীয়ার কৃষ্ণগঞ্জের হুদো গবিন্দপুর গ্রামে উধাও ‘বাংলাদেশি’। স্থানীয়দের অভিযোগ, দুই দেশেরই বাসিন্দা ওই পরিবারগুলি। গ্রামের বিএলও-দের যাতায়াত বাড়তেই তল্পিতল্পা গুটিয়ে পলাতক হয়েছে তাঁরা। বলে রাখা প্রয়োজন, এঁদের কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে। কিন্তু নাম থাকলেও ঠিকানায় নেই তাঁরা। শুরু হয়েছে তদন্ত।
