Bank Loan, CIBIL Score: কমবে EMI, চার্জ কমবে লেট পেমেন্টের! একাধিক নিয়ম RBI-এর!

Nov 24, 2025 | 7:47 PM

Reserve Bank Of India: এতদিন পর্যন্ত নিয়ম ছিল, ব্যাঙ্ক একবার ঋণের সুদের হার নির্ধারণ করলে, আগামী তিন বছরের জন্য তা অপরিবর্তিত রাখতে পারত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অক্টোবর মাসের ১ তারিখ থেকে ওই তিন বছরের লক-ইন পিরিয়ড তুলে দিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক এমন দুটো নিয়ম রয়েছে বা কার্যকর হতে চলেছে, যা বলা যায় একেবারে আমার-আপনার মতো সাধারণ মানুষের জন্যই। কী রকম? কমতে পারে আপনার ঋণের ইএমআই। ১ অক্টোবর জারি হওয়া একটা রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলার অনুযায়ী কমবে আপনার ইএমআই। আবার আরবিআই এমন আর এক নীতি নিয়ে আসছে যেখানে তারা ক্রেডিট কার্ডের লেট পেমেন্ট ফি নিয়েও কিছু সিদ্ধান্ত নিতে চলেছে।

এতদিন পর্যন্ত নিয়ম ছিল, ব্যাঙ্ক একবার ঋণের সুদের হার নির্ধারণ করলে, আগামী তিন বছরের জন্য তা অপরিবর্তিত রাখতে পারত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অক্টোবর মাসের ১ তারিখ থেকে ওই তিন বছরের লক-ইন পিরিয়ড তুলে দিয়েছে।

নতুন নিয়ম আসতে চলেছে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট নিয়ে। সাধারণত, ক্রেডিট কার্ডের বিল দিতে একদিন দেরি হলেও গুণতে হয় মোটা টাকা লেট ফি। এ ছাড়াও হুড়মুড়িয়ে কমে আপনার ক্রেডিট স্কোর। লেট ফি সংক্রান্ত নয়া এই নিয়মে কিছুটা হলেও বদল নিয়ে আসবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Published on: Nov 24, 2025 07:47 PM