Elephant Attack in Bankura: পথ অবরোধ হাতির!
সাত সকালেই জঙ্গল ছেড়ে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। দুলকি চালে কখনো রাস্তার মাঝখানে কখনো আবার রাস্তার দুপাশ ধরে পায়চারি করছে গজরাজ। অগত্যা রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ। গজরাজের তান্ডবে মঙ্গলবার সকালে প্রায় চল্লিশ মিনিট ধরে বাঁকুড়ার বিক্রমপুর থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা যাওয়ার রাস্তায় এভাবেই যান চলাচল স্তব্ধ থাকল।
সাত সকালেই জঙ্গল ছেড়ে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। দুলকি চালে কখনো রাস্তার মাঝখানে কখনো আবার রাস্তার দুপাশ ধরে পায়চারি করছে গজরাজ। অগত্যা রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ। গজরাজের তান্ডবে মঙ্গলবার সকালে প্রায় চল্লিশ মিনিট ধরে বাঁকুড়ার বিক্রমপুর থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা যাওয়ার রাস্তায় এভাবেই যান চলাচল স্তব্ধ থাকল।
বেশ কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার রুপনারায়ণ বিভাগে রয়েছে দলমা থেকে এ রাজ্যে আসা হাতির দল। সেই দল থেকেই একটি হাতি কোনোভাবে গতকাল রাতে ঢুকে পড়ে সারেঙ্গা রেঞ্জের দুবরাজপুর বীটের জঙ্গলে। আজ সকালে হাতিটি সরাসরি জঙ্গল ছেড়ে স্থানীয় এলাকায় বেশ কিছু সবজীর জমি তছনছ করে এসে পড়ে বিক্রমপুর- গড়বেতা রাস্তায়। আতঙ্কে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় চল্লিশ মিনিট ধরে রাস্তা অবরুদ্ধ হয়ে থাকার পর হাতিটি নিজে থেকেই পার্শ্ববর্তী জঙ্গলে চলে গেলে ফের ওই রাস্তায় যান চলাচল শুরু হয়।