Bankura Heat Wave: প্রচণ্ড গরমে রেকর্ড ভাঙার মুখে বাঁকুড়া?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 12, 2023 | 5:26 PM

৪৩ ডিগ্রী ছাড়াল বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা, ফের কী নতুন রেকর্ড গড়বে জেলার তাপমাত্রার উত্থান? প্রবল তাপপ্রবাহের মাঝে সামান্য বৃষ্টির জন্য হা পিত্যেশ জেলাবাসীর।

আসব আসব করেও বৃষ্টি আসেনি দক্ষিনবঙ্গে। ফলে মে মাসের গোড়া থেকেই তাপমাত্রার পারদের ক্রম উত্থানে রীতিমত নাকাল পশ্চিমের জেলা বাঁকুড়া। গতকালই জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৪৩.৩ ডিগ্রী সেলসিয়াসে। আজ সকাল থেকে যেভাবে গরম বাড়ছে তাতে গতকালের উচ্চতাকেও ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করছেন জেলার মানুষ।

চলতি বছর এপ্রিলের শেষে চার দিন ধরে গরমের ঝোড়ো ব্যাটিং রীতিমত নাকাল করে ছেড়েছিল জেলার মানুষকে। সেসময় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৪ ডিগ্রী ছুঁয়ে যাওয়ায় পৃথিবীর উষ্ণতম শহরগুলির তালিকায় সপ্তম স্থানে উঠে আসে বাঁকুড়ার নাম। তবে এপ্রিলের একেবারে শেষে দিন দুয়ের কালবৈশাখীতে সেই তাপমাত্রার উত্থানে কিছুটা হলেও লাগাম পড়ে। মে মাসের গোড়া থেকে ফের তাপমাত্রার উত্থান ঘটতে থাকে। গত তিনদিন ধরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপরে। যেভাবে দিনদিন গরমের মাত্রা বাড়ছে তাতে চলতি স্পেলে গরম রেকর্ড ছাড়ানোর আশঙ্কা করছেন জেলার মানুষ। বাঁকুড়া সহ রাজ্যের চারটি জেলায় তাপপ্রবাহ আরো কয়েকদিন স্থায়ী হতে পারে তেমনই পুর্বাভাষ আবহাওয়া দফতরের। প্রবল গরমে সুস্থ থাকতে জেলা প্রশাসনের তরফে জেলাবাসীকে দিনের বেলায় বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সবথেকে বড় মাথাব্যাথার কারন হয়ে উঠছে প্রবল জল সঙ্কট। জেলার কমবেশি সর্বত্রই শুরু হয়েছে পানীয় জলের সঙ্কট। স্বাভাবিক ভাবে জেলার মানুষ প্রবল গরমের হাত থেকে বাঁচতে এখন বৃষ্টির আশায় দিন গুনছেন।