Rare Diamond: সুরাটে হিরের পেটে বিরল হিরে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 20, 2023 | 7:04 PM

গবেষকদের দাবি হিরের সন্ধানে এই পাথরটি খুবই গুরুত্বপূর্ণ। এটিকে বিরলতম হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাথরটি আসলে একটি পার্সেলের অংশ ছিল,যা সুরাটের ওই ফার্ম সন্ধান পায় । যিনি এই পাথরটি খুঁজে পান তিনি পাথরটিকে ‘বিটিং হার্ট’ নামকরণের পরামর্শ দেন। ভি ডি গ্লোবালের চেয়ারম্যান বল্লভ বঘাসিয়া বলছেন,সুরাটের ফ্যাক্টরিতে হিরের টুকরোর সন্ধান পান তাঁরা

হিরের ভিতরে আরও একটা হিরে! সম্প্রতি সুরাটের একটি ফার্ম এই ব্যতিক্রমী আবিষ্কারটি করেছে। ২০২২ অক্টোবরে ভি ডি গ্লোবাল নামের ওই ফার্মটি এই হিরে আবিষ্কার করে। ০.৩২৯ ক্যারটের ডি-কালার্ড এই পাথরটিকে নাম দেওয়া হয়, ‘বিটিং হার্ট’। একটি হিরের গহ্বরে আর একটি ছোট্ট হিরে। গবেষকদের দাবি হিরের সন্ধানে এই পাথরটি খুবই গুরুত্বপূর্ণ। এটিকে বিরলতম হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাথরটি আসলে একটি পার্সেলের অংশ ছিল,যা সুরাটের ওই ফার্ম সন্ধান পায় । যিনি এই পাথরটি খুঁজে পান তিনি পাথরটিকে ‘বিটিং হার্ট’ নামকরণের পরামর্শ দেন। ভি ডি গ্লোবালের চেয়ারম্যান বল্লভ বঘাসিয়া বলছেন,সুরাটের ফ্যাক্টরিতে হিরের টুকরোর সন্ধান পান তাঁরা । আগে এরকম হিরে তাঁরা কখনও দেখেননি । ভি ডি গ্লোবাল এই পাথরটি বিশ্লেষণের জন্য ব্রিটেনের মেইডেনহেডের একটি কারখানায় পাঠায়। হিরে পরীক্ষার জন্য অপটিক্যাল এবং স্ক্যানিং ইলেক্ট্রন মাইক্রোস্কোপি করা হয়। তারপরই ডি বিয়ার্স ইনস্টিটিউট অফ ডায়মন্ড এই হিরের আবিষ্কারের ঘোষণা করেছে। তাদের মতে এটি রাশিয়ার সাইবেরিয়ায় আবিষ্কার করা প্রথম হিরেগুলির মধ্যে একটি ।