Panchayat Election 2023: টয়লেট চাই, দাবি বকখালি পঞ্চায়েতের

| Edited By: Moumita Das

Jun 23, 2023 | 7:57 PM

কোনও পাবলিক টয়লেট নেই। এ নিয়ে ক্ষোভ রয়েছে। আন্দোলনও হয়েছে।বিশ্বেশ্বর প্রামাণিক, সদস্য, পর্যটন উন্নয়ন কমিটি , বকখালি বলেন, বলে কিছু লাভ হয় নি। আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো ঠিক করেছি। সামনে পঞ্চায়েত ভোট। তার আগেই আমাদের দাবি মেটাতে হবে

বক খালি গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে বিপদে পড়তে পারেন। কারণ স্থানীয় মানুষজনেরই অভিযোগ এত বড় একটা ট্যুরিস্ট স্পট অথচ কোনও পাবলিক টয়লেট নেই। এ নিয়ে ক্ষোভ রয়েছে। আন্দোলনও হয়েছে।বিশ্বেশ্বর প্রামাণিক, সদস্য, পর্যটন উন্নয়ন কমিটি , বকখালি
বলেন, বলে কিছু লাভ হয় নি। আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো ঠিক করেছি। সামনে পঞ্চায়েত ভোট। তার আগেই আমাদের দাবি মেটাতে হবে। আগে একটা টয়লেট ছিল। ভাঙার পর আর হয়নি। সমস্যায় এলাকার মানুষ এবং পর্যটকেরা।পঞ্চায়েতে বলে কিছু হয় নি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কাছে দরবার করেও লাভ হয় নি জানাচ্ছেন স্থানীয় মানুষরা।
ভোট আসছে। টয়লেট কি হবে?