Asteroid Effect On Earth: সোনায় ঠাসা, পৃথিবীতে পড়লেই রাতারাতি বড়লোক

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Updated on: Mar 24, 2023 | 9:56 PM

মঙ্গল ও বৃহস্পতির মাঝে একটি বিরাট ধাতব গ্রহাণু রয়েছে, যার নাম 16 সাইকি। 16 Psyche একটি ১৪০ মাইল বা প্রায় ২২৬ কিমি প্রশস্ত গ্রহাণু।

মঙ্গল ও বৃহস্পতির মাঝে একটি বিরাট ধাতব গ্রহাণু রয়েছে, যার নাম 16 সাইকি। 16 Psyche একটি ১৪০ মাইল বা প্রায় ২২৬ কিমি প্রশস্ত গ্রহাণু । এতে আছে ১০,০০০ কোয়াড্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের লোহা,নিকেল এবং সোনা। এখন বিজ্ঞানীরা এই গ্রহাণুটির সঙ্গে পৃথিবীর পৃথিবীর গঠনের তুলনা করার চেষ্টা করছেন। Nasa একটি সাইকি অভিযানের প্ল্যানিংও করেছে। এই অভিযানে ধাতু সমৃদ্ধ এই গ্রহাণুটি নিয়ে গবেষণা করবেন গবেষকরা। এই বছরেই প্রোগ্রামটি শুরু হতে পারে । নাসা বলছে মহাকাশের গ্রহাণু বেল্টের সবচেয়ে কৌতূহলী গ্রহাণুগুলির মধ্যে একটি এই সাইকি। বিশাল ধাতু সমৃদ্ধ এই গ্রহাণুটি পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় তিন গুণ দূরে অবস্থিত। নাসার মতে Psyche একটি বিছিন্ন গ্রহের অংশবিশেষ হতে পারে। একটি ছোট শহর বা ছোট দেশের আকারের হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা দৃশ্যমান ও ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যের পাশাপাশি রাডার হিসেবেও সাইকি গ্রহাণুটিকে অধ্যয়ন করেছেন। জানা গিয়েছে, এই গ্রহাণুটি আকারে অনেকটাই আলুর মতো। ১৮৫২র ১৭ মার্চ ইতালির জ্যোতির্বিজ্ঞানী অ্যানিবেল দে গ্যাস্পারিস এই গ্রহাণুটি আবিষ্কার করেন। গ্রহাণুটির নামকরণ করেন আত্মার গ্রীক দেবীর নামানুসারে।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla