NIA-এর জালে ভাটপাড়ার কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ জাভেদ!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 27, 2025 | 9:54 PM

Bhatpara: ভাটপাড়ায় বিজেপির নেতা প্রিয়াংগু পান্ডের উপর ২৮ আগস্ট ২০২৪ সালে বোমা এবং গুলির ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে এই 'আন্ডা'র নাম। ঘটনায় তদন্তে নেমে প্রচুর বিস্ফোরকও উদ্ধার হয়। তারপর থেকে জাভেদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তদন্তভার হাতে নেয় NIA।

উত্তর ২৪ পরগনা: টিটাগড় থেকে NIA-এর জালে ভাটাপাড়ার ‘ডন’ আন্ডা। বৃহস্পতিবার ভোর রাতে NIA এর হাতে টিটাগড় থেকে গ্রেফতার করা হয় মহম্মদ জাভেদ ওরফে আন্ডাকে। ভাটপাড়ায় বিজেপির নেতা প্রিয়াংগু পান্ডের উপর ২৮ আগস্ট ২০২৪ সালে বোমা এবং গুলির ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে এই ‘আন্ডা’র নাম। ঘটনায় তদন্তে নেমে প্রচুর বিস্ফোরকও উদ্ধার হয়। তারপর থেকে জাভেদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তদন্তভার হাতে নেয় NIA। এতদিন পর বুধবার গ্রেফতার হয় ‘আন্ডা’। ‘আন্ডা’কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে NIA ।