Sandeshkhali: অবশেষে ন্যাজাটকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন ভোলা ঘোষ

| Edited By: জয়দীপ দাস

Dec 11, 2025 | 11:51 PM

Sandeshkhali Case: খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। তালিকায় নাম রয়েছে শাহজাহানের স্ত্রী-র। একইসঙ্গে নাম রয়েছে ঘাতক ট্রাকের চালক ও যার বাইকে চড়ে তিনি পালিয়েছিলেন বলে অভিযোগ তার নামও। অভিযোগপত্রে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন ভোলানাথ।

ন্যাজাটকাণ্ড নিয়ে তোলপাড় চলছেই। ছোট ছেলেকে হারিয়ে শেষ পর্যন্ত এবার পুলিশের দ্বারস্থ হলেন ভোলানাথ ঘোষ। শেখ শাহজাহান সহ ৮ জনের বিরুদ্ধে করলেন এফআইআর। খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। তালিকায় নাম রয়েছে শাহজাহানের স্ত্রী-র। একইসঙ্গে নাম রয়েছে ঘাতক ট্রাকের চালক ও যার বাইকে চড়ে তিনি পালিয়েছিলেন বলে অভিযোগ তার নামও। অভিযোগপত্রে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন ভোলানাথ। তা নিয়েও রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে।