Purulia News: বচসায় ১ ঘন্টায় রাস্তা বন্ধ!
বাইক আরোহী এবং ট্রাফিক পুলিশের দায়িত্বে কর্মরত সিভিক ভলান্টিয়ারের বচসার ঘটনায় আটক করা হল বাইক আরোহীকে। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়ে যায় পুরুলিয়ার মানবাজারে।
বাইক আরোহী এবং ট্রাফিক পুলিশের দায়িত্বে কর্মরত সিভিক ভলান্টিয়ারের বচসার ঘটনায় আটক করা হল বাইক আরোহীকে। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়ে যায় পুরুলিয়ার মানবাজারে। বুধবার এই ঘটনার জেরে অফিস টাইমে প্রায় এক ঘণ্টা আটকে যায় মানবাজার মেন রোডের যানবাহন। ব্যাপক সমস্যায় পড়ে যান সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে মানবাজার থানা থেকে ছুটে আসে পুলিশ। ততক্ষণে পুরো জ্যাম লেগে যায় এলাকায়। পুলিশ ওই বাইক আরোহীকে আটক করে নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে মানবাজার চক বাজার এলাকায় এমনিতেই ভিড় থাকে। অফিসের সময়ে ভিড় অনেক বেশি হয়। এই সময়েই বাইক রাখাকে কেন্দ্র করে কর্তব্যরত সিভিক ভোলান্টিয়ারের সাথে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় এক যুবক। বচসা রীতিমত হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। ওই যুবকের দাবী সিভিক ভলান্টিয়ার তাকে আঘাত করে। অন্যদিকে সিভিক ভলান্টিয়ার গৌতম গঙ্গোপাধ্যায়ের দাবী ওই যুবক প্রকাশ্যে তাকে হুমকি দেওয়া ছাড়াও অত্যন্ত খারাপ ভাষায় কথা বলে। রাস্তা আটকে রাখে ওই যুবক। পথচারীরা অনুরোধ করেও তাকে সরাতে পারেনি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।