Biological Warfare: দুটো রিপোর্ট, আগেই জানান দিয়েছিল জৈব যুদ্ধের প্রয়োজনীয়তা!
Reports on New Age Warfare: আজ থেকে ঠিক ২৪ বছর আগে একটা রিপোর্ট তৈরি করেছিল সুব্রহ্মণ্যম কমিটি। আর অন্যটা, ভারতীয় সেনার নিউ এজ ওয়ার ফেরার গ্রুপের সুপারিশ। কার্গিল যুদ্ধের পর সুব্রহ্মণ্যম কমিটি একটা রিপোর্ট দিয়েছিল কীভাবে কোন জায়গায়, নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ঘটানো যেতে পারে।
দুটো নথি। আজ থেকে ঠিক ২৪ বছর আগে একটা রিপোর্ট তৈরি করেছিল সুব্রহ্মণ্যম কমিটি। আর অন্যটা, ভারতীয় সেনার নিউ এজ ওয়ার ফেরার গ্রুপের সুপারিশ। কার্গিল যুদ্ধের পর সুব্রহ্মণ্যম কমিটি একটা রিপোর্ট দিয়েছিল কীভাবে কোন জায়গায়, নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ঘটানো যেতে পারে। যাতে দেশের নিরাপত্তা কোনও ভাবে প্রশ্নের মুখে না পড়ে।
পরবর্তীতে ২০২১ সালে কোভিড আবহে তৎকালীন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত নির্দেশ দিয়েছিলেন ভারতকে জৈব আক্রমণ ঠেকাতে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেছিলেন, দেশের মধ্যে থেকে দেশের ভিতরে জৈব হামলা হামলার মুখেও পড়তে হতে পারে আমাদের।