Birbhum Sand Smuggling: অবৈধ বালি ভর্তি ৬ ট্রাক্টর আটক!

| Edited By: Tapasi Dutta

Nov 28, 2023 | 8:13 PM

বীরভূম, নলহাটি- অবৈধ বালি ভর্তি ৬ টি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুলিশ। বালি পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬ জন ট্রাক্টর চালককেও । ঘটনাটি বীরভূমের নলহাটি থানার হরিসরা গ্রামে। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে হরিসরা গ্রামের রাস্তায় অভিযান চালায় নলহাটি থানার পুলিশ।

বীরভূম, নলহাটি- অবৈধ বালি ভর্তি ৬ টি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুলিশ। বালি পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬ জন ট্রাক্টর চালককেও । ঘটনাটি বীরভূমের নলহাটি থানার হরিসরা গ্রামে। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে হরিসরা গ্রামের রাস্তায় অভিযান চালায় নলহাটি থানার পুলিশ। সেই সময় হরিসরা গ্রামের রাস্তায় বালি বোঝাই ৬টি ট্রাক্টর আসতে দেখে নলহাটি থানা পুলিশ।

ওই ট্রাক্টর গুলিকে দাঁড় করিয়ে তাদের চালকদের কাছে জিজ্ঞাসাবাদ করলে বালির কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি ট্রাক্টরের চালকেরা। তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বালি বোঝাই ট্রাক্টর গুলিকে বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় ওই ট্রাক্টরের ছয় জন চালককেও। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

Published on: Nov 28, 2023 06:30 PM