Coromandel Express Accident: ৮ সদস্য নিয়ে ফিরলেন ১ নার্স

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 03, 2023 | 6:47 PM

পরিবারের আট সদস্য নিয়ে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন চিকিৎসা করাতে। সেখান থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলে গত শুক্রবারে হামসাফর ট্রেনে। খড়গপুর ঢোকার কিছুটা আগেই উড়িষ্যার বালেশ্বর এর কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। হামসফর ট্রেনের পেছনের চারটি বগি দুর্ঘটনার কবলে পড়ে

Follow Us

বিষ্ণুপুর ব্লকের রাধানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সিং স্টাফ কাঞ্চন লতা মন্ডল। বাড়ি পাত্রসায়ের ব্লকের কুশদ্বীপে। পরিবারের আট সদস্য নিয়ে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন চিকিৎসা করাতে। সেখান থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলে গত শুক্রবারে হামসাফর ট্রেনে। খড়গপুর ঢোকার কিছুটা আগেই উড়িষ্যার বালেশ্বর এর কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। হামসফর ট্রেনের পেছনের চারটি বগি দুর্ঘটনার কবলে পড়ে। সামনের দিকের বগি গুলি অক্ষত অবস্থায় বেশ কয়েক কিলোমিটার দূরে এসে থেমে যায়। বরাত জোরে বেঁচে যান কাঞ্চন লতা মণ্ডল ও তার পরিবার । কাঞ্চন লতা দেবী জানান বেশ কয়েক ঘন্টা মাঝপথেই ট্রেনটি দাঁড়িয়ে ছিল সেখানেই সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাদেরকে। এসি বন্ধ জল নেই, তার পাশাপাশি দুর্ঘটনার আতঙ্ক, সব মিলিয়ে একটি অভিশপ্ত রাত পার করে অবশেষে নিজের এলাকায় এসে পৌঁছেছেন তিনি ও তাঁর পরিবার।

বিষ্ণুপুর ব্লকের রাধানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সিং স্টাফ কাঞ্চন লতা মন্ডল। বাড়ি পাত্রসায়ের ব্লকের কুশদ্বীপে। পরিবারের আট সদস্য নিয়ে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন চিকিৎসা করাতে। সেখান থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলে গত শুক্রবারে হামসাফর ট্রেনে। খড়গপুর ঢোকার কিছুটা আগেই উড়িষ্যার বালেশ্বর এর কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। হামসফর ট্রেনের পেছনের চারটি বগি দুর্ঘটনার কবলে পড়ে। সামনের দিকের বগি গুলি অক্ষত অবস্থায় বেশ কয়েক কিলোমিটার দূরে এসে থেমে যায়। বরাত জোরে বেঁচে যান কাঞ্চন লতা মণ্ডল ও তার পরিবার । কাঞ্চন লতা দেবী জানান বেশ কয়েক ঘন্টা মাঝপথেই ট্রেনটি দাঁড়িয়ে ছিল সেখানেই সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাদেরকে। এসি বন্ধ জল নেই, তার পাশাপাশি দুর্ঘটনার আতঙ্ক, সব মিলিয়ে একটি অভিশপ্ত রাত পার করে অবশেষে নিজের এলাকায় এসে পৌঁছেছেন তিনি ও তাঁর পরিবার।

Next Video