Paschim Medinipur: তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান বিজেপি বিধায়কের

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 22, 2025 | 6:09 PM

হাতে ঝাঁটা জুতো নিয়ে, তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান বিজেপির বিধায়কের। ঘাটালের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের গোপমহল এলাকায় বিজেপির পরিবর্তন সভা থেকে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, "মা-বোনেদের বলবো ঝান্ডা হাতে এরা এলে জুতো ঝাঁটা হাতে এদের জিজ্ঞাসা করুন উন্নয়নের টাকা কোথায়? তারপর এদের গাছে বেঁধে রাখুন আমরা গিয়ে হিসেব করব।"

পশ্চিম মেদিনীপুর: হাতে ঝাঁটা জুতো নিয়ে, তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান বিজেপির বিধায়কের। ঘাটালের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের গোপমহল এলাকায় বিজেপির পরিবর্তন সভা থেকে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের মন্তব্যে বিতর্ক দানা বাঁধে। তিনি বলেন, “ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর (পঞ্চায়েত সমিতির সহ সভাপতি), দিলীপ মাজি (ব্লক তৃণমূল সভাপতি) দুর্নীতিগ্রস্ত উন্নয়নের টাকা লুঠপাট করে গাড়ি বাড়ি করেছে।” এরপরই তিনি বলেন, “মা-বোনেদের বলবো ঝান্ডা হাতে এরা এলে জুতো ঝাঁটা হাতে এদের জিজ্ঞাসা করুন উন্নয়নের টাকা কোথায়? তারপর এদের গাছে বেঁধে রাখুন আমরা গিয়ে হিসেব করব।”