‘হাতে উঠবে যখন কাঁচা বাঁশ’, TMC বিধায়কের ‘হাত কাটার’ কী জবাব দিলেন সুকান্ত?

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 29, 2025 | 3:37 AM

রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনও মাস চারেক বাকি। এখন থেকেই চড়ছে রাজনীতির পারদ। রাজনৈতিক নেতাদের তরজা বেড়ে চলেছে। এবার তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়কে পাল্টা আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়েছিলেন, 'যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, তাহলে যে হাত দেবে, সেই হাতটা কেটে দেব।' রামেন্দুর এই হুঁশিয়ারির পাল্টা দিলেন সুকান্ত। তিনি বলেন, "আপনি হাত কাটতে আসবে, আর বিজেপি এত বড় একটা পার্টি, আমরা কি গান করব? গোরি হ্যয় কলাইয়া.. হরী হরী চুড়িয়া।" এরপরই তাঁর হুঙ্কার, "বিজেপি মারামারি করে না। কিন্তু, মনে রাখবেন রামেন্দুবাবু, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস। সেই ক্ষমতা বিজেপির আছে।"

রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনও মাস চারেক বাকি। এখন থেকেই চড়ছে রাজনীতির পারদ। রাজনৈতিক নেতাদের তরজা বেড়ে চলেছে। এবার তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়কে পাল্টা আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, তাহলে যে হাত দেবে, সেই হাতটা কেটে দেব।’ রামেন্দুর এই হুঁশিয়ারির পাল্টা দিলেন সুকান্ত। তিনি বলেন, “আপনি হাত কাটতে আসবে, আর বিজেপি এত বড় একটা পার্টি, আমরা কি গান করব? গোরি হ্যয় কলাইয়া.. হরী হরী চুড়িয়া।” এরপরই তাঁর হুঙ্কার, “বিজেপি মারামারি করে না। কিন্তু, মনে রাখবেন রামেন্দুবাবু, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস। সেই ক্ষমতা বিজেপির আছে।”