দলে ফের সক্রিয় হয়েই রাস্তায় চপ-ঘুগনি ‘বিক্রি’ বিজেপি নেতার

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 11, 2026 | 3:07 AM

অনেকদিন রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাঁকে। কয়েকদিন আগেই ফের রাজ্য বিজেপির সহসভাপতি হয়েছেন। তারপরই রাস্তায় নেমে প্রতিবাদ, বিক্ষোভের নেতৃত্ব দিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। এদিন রাস্তায় দাঁড়িয়ে চপ, ঘুগনিও 'বিক্রি' করতে দেখা গেল তাঁকে। কিন্তু, কেন? বেলঘড়িয়া কামারহাটি প্রবর্তক জুটমিল বন্ধের প্রতিবাদে ডানলপ মোড়ে শনিবার পথ অবরোধ করে বিজেপি। তাঁর নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অবিলম্বে প্রবর্তক জুটমিল খুলতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। জুটমিল খোলার দাবিতে, রাস্তায় চপ, ঘুগনি 'বিক্রি' করতে দেখা যায় তাঁকে। বিজেপির অবরোধের ফলে ব্যাপক যানজট হয় বিটি রোডে।

অনেকদিন রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাঁকে। কয়েকদিন আগেই ফের রাজ্য বিজেপির সহসভাপতি হয়েছেন। তারপরই রাস্তায় নেমে প্রতিবাদ, বিক্ষোভের নেতৃত্ব দিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। এদিন রাস্তায় দাঁড়িয়ে চপ, ঘুগনিও ‘বিক্রি’ করতে দেখা গেল তাঁকে। কিন্তু, কেন?

বেলঘড়িয়া কামারহাটি প্রবর্তক জুটমিল বন্ধের প্রতিবাদে ডানলপ মোড়ে শনিবার পথ অবরোধ করে বিজেপি। তাঁর নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অবিলম্বে প্রবর্তক জুটমিল খুলতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। জুটমিল খোলার দাবিতে, রাস্তায় চপ, ঘুগনি ‘বিক্রি’ করতে দেখা যায় তাঁকে। বিজেপির অবরোধের ফলে ব্যাপক যানজট হয় বিটি রোডে।