Chanditala Money Recovered: ফের বিপুল টাকা উদ্ধার!
Chanditala Money Recovered: চন্ডীতলার ভগবতীপুরে নাকা চেকিং চলার সময় ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা সমেত ধরা পরে দুই যুবক। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, অভিযুক্তরা এত পরিমান নগদ টাকা কোথা থেকে পেল, তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার সঠিক তথ্য না দেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
নাকা চেকিং চলাকালীন হুগলির চন্ডীতলায় বিপুল টাকা উদ্ধার,গ্রেফতার দুই যুবক।ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চন্ডীতলার ভগবতীপুরে নাকা চেকিং চলার সময় ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা সমেত ধরা পরে দুই যুবক।
হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, অভিযুক্তরা এত পরিমান নগদ টাকা কোথা থেকে পেল, তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার সঠিক তথ্য না দেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় চন্ডীতলার ভগবতীপুর পোলধার এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি মোটর বাইকে দুই যুবক কে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের কথার অসঙ্গতিতে গাড়ি তল্লাশি করে তাদের কাছ থেকে নগদ ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা পাওয়া যায়। তখনই সন্দেহভাজন দুজনকে মোটরবাইক সমেত আটক করে চন্ডীতলা থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে,এত পরিমান নগদ টাকা কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা অভিযুক্তরা জানাতে পারেনি, কোনো সঠিক তথ্য তারা দিতে পারেনি। তাই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আজকে তাদের শ্রীরামপুর আদালতে তোলা হবে। অভিযুক্ত দুই যুবকের নাম সমীর মল্লিক ও সেখ সামিউল্লা।তাদের একজনের বাড়ি চন্ডীতলার বাঁধপুর ও আর একজনের বাড়ি চন্ডিতলার সিঙজোর এলাকায়।