ব্ল্যাক আউট ‘সোনার কেল্লা’, আঁধারে ডুবেছে চারদিক! রাতে বাজছে সাইরেন… কী অবস্থা জয়সলমীরের?

May 10, 2025 | 4:32 PM

Jaisalmer Fort: সোনার কেল্লা অর্থাৎ জয়সলমীর ফোর্ট থেকে কিছুটা দূরে রয়েছে জয়সলমীরের এয়ার বেস। আর সেই এয়ার বেসেই জ্বলছে আলো। বাকি গোটা শহর ঢেকেছে অন্ধকারের চাদরে।

মনে পড়ে সোনার কেল্লা? সেই সোনার কেল্লার শহরে দাঁড়িয়ে সাহসী রিপোর্টিং TV9 বাংলার। আর এই শহরের প্রায় ৩টে দিকই ঘেরা পাকিস্তান দিয়ে। জয়সলমীরে বারবার UAV বা আনম্যানড এরিয়াল ভেহিকল দিয়ে আক্রমণ চালানো হয়েছে। আর আমাদের ‘আয়রন ডোম’ এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিবারই এই অপচেষ্টা প্রতিহত করেছে।

সোনার কেল্লা অর্থাৎ জয়সলমীর ফোর্ট থেকে কিছুটা দূরে রয়েছে জয়সলমীরের এয়ার বেস। আর সেই এয়ার বেসেই জ্বলছে আলো। বাকি গোটা শহর ঢেকেছে অন্ধকারের চাদরে। ঘন ঘন সেখানে বাজছে সাইরেন। রাজস্থানের আর এক শহর লাঠি থেকে জয়সলমীর আসার পথে একাধিক নাকা চেকপোস্ট তৈরি হয়েছে। সেখানে সচিত্র পরিচয়পত্র ও কেন জয়সলমীর যাওয়া হচ্ছে, তা জানানোর পরই এখানে আসার অনুমতি দেওয়া হচ্ছে। আর সাধারণ মানুষকেও সন্ধের পর লাঠি পেরিয়ে জয়সলমীরের দিকে আসতে দেওয়া হচ্ছে না।

Published on: May 10, 2025 04:27 PM