BLO: তালা হাতে CEO- দফতরে বিএলও-দের একাংশ

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 24, 2025 | 4:42 PM

BLO: ব্যারিকেডের এক পাশে পুলিশ, অন্য পাশে বিএলওদের।  নির্বাচন কমিশনের গেটের সামনে চলছে ব্যারিকেড ভাঙার চেষ্টা। এক বিএলও নির্বাচন কমিশনের অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁকে প্রতিহত করেন। বিএলও-দের একাংশ সামনেই ধরনায় বসে পড়েন।

কলকাতা: একদিকে পথে নবাগত চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, অন্যদিকে, CEO দফতর অভিযানে বিএলও-দের একাংশ। বিএলও-দের বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! উত্তপ্ত বিবাদী বাগ। SIR বিরোধিতায় তালা হাতে CEO দফতরে BLO অধিকার মঞ্চ। ব্যারিকেডের এক পাশে পুলিশ, অন্য পাশে বিএলওদের।  নির্বাচন কমিশনের গেটের সামনে চলছে ব্যারিকেড ভাঙার চেষ্টা। এক বিএলও নির্বাচন কমিশনের অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁকে প্রতিহত করেন। বিএলও-দের একাংশ সামনেই ধরনায় বসে পড়েন। প্রথম থেকেই বিএলও-দের একাংশ অভিযোগ করে যাচ্ছিলেন, তাঁদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে।