CEO দফতরে এখনও ধর্নায় অনড় ‘তৃণমূলপন্থী’ BLO সংগঠন
BLO Agitation: এসআইআর-এর কাজে অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। সিইও দফতরের বাইরে বসেই স্লোগান দিচ্ছেন বিএলও-দের একাংশ। প্রসঙ্গত, সোমবার দুপুরেই সিইও- দফতরে বিক্ষোভ দেখায় বিএলও অধিকার মঞ্চ। এক আন্দোলনকারী বিএলও দফতরের গেটে তালা ঝোলাতে যান।
কলকাতা: CEO দফতরে ধরনায় অনড় বিএলও অধিকার মঞ্চ। দাবিদাওয়া নিয়ে মুখ্য় নির্বাচনী আধিকারিক দেখা না করা পর্যন্ত ধরনা তুলতে নারাজ আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, অস্বাভাবিক কাজের চাপ, তাতে মৃত্যু হয়েছে একাধিক বিএলও-র। এই বিষয়গুলোকে সামনে রেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। সোমবার বিকাল থেকেই সিইও দফতরের বাইরে ধরনায় বসেছেন তাঁরা। এসআইআর-এর কাজে অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। সিইও দফতরের বাইরে বসেই স্লোগান দিচ্ছেন বিএলও-দের একাংশ। প্রসঙ্গত, সোমবার দুপুরেই সিইও- দফতরে বিক্ষোভ দেখায় বিএলও অধিকার মঞ্চ। এক আন্দোলনকারী বিএলও দফতরের গেটে তালা ঝোলাতে যান। তাঁদের বিক্ষোভ ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
