Saif Ali Khan: রিনা নয়, অন্য মহিলাকে কাছে টেনে যা করলেন সইফ…

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Dec 19, 2023 | 10:48 PM

এত বছরের সংসার, তাঁর আগে থেকে করছেন প্রেম–তবু নিজের স্ত্রীকে চিনতে পারলেন না সইফ আলি খান! এয়ারপোর্টে ঘটিয়ে ফেললেন এক কাণ্ড। স্ত্রী ভেবে ভুল করে জড়িয়ে ধরলেন বিমানসেবিকাকে। ভিডিয়ো হয়েছে ভাইরাল।

ED-র তলব
২০১৫ সালে লখনর এক সংস্থার মুখ হয়ে বিপত্তিতে গৌরী খান। সংশ্লিষ্ট রিয়েল স্টেট সংস্থার নামে একগুচ্ছ অভিযোগ দায়ে। উঠেছে আর্ছিক তছরূপের অভিযোগও। ফলে গৌরী খান এই সংস্থা থেকে কত টাকা পেয়েছেন, সেই অর্থের উৎস কী, জিজ্ঞাসাবাদ করতেই এবার সমন পাঠানো হল কিং খানের স্ত্রীকে।

ভয়ে কুঁকড়ে পাকিস্তানি নায়িকা
ভয়ে কুঁকড়ে পাকিস্তানি নায়িকা আয়েশা ওমর। নিজের দেশেই এ কী অবস্থা তাঁর! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দেশ নিয়েই বিস্ফোরক তিনি। তাঁর কথায়, “স্বাধীনতা ও নিরাপত্তা মানুষের সাধারণ অধিকার। এ দেশে সেটি নেই।”

অনুপম প্রসঙ্গে পিয়া
অনুপম রায় যে তাঁর ‘অতীত’, তা অকপটে স্বীকার করে নিয়েছেন পিয়া চক্রবর্তী। তাঁদের নিয়ে ট্রোলিংয়ের বিষয়ে জানিয়ে দিয়েছেন, “আমার এবং অনুপমের সম্পর্ক অতীতের। আমাদের সম্পর্কের সমীকরণ বদলে গেলেও, চিরকালই একে-অপরের শুভাকাঙ্খী থাকব আমরা।”

সাবধান করলেন অঙ্কুশ
টলিউডের অন্দরমহলে প্রতারণা। বারবার এই খবর শিরোনামে জায়গা করে নিয়েছে। এই মর্মে সকলকে আরও একবার সচেতন করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “পুরনো অভিনেতাদের জালি কাগজ আর মিথ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখিয়ে ঠকাচ্ছে কিছু মানুষ। আমি নিজে তার শিকার হয়েছি আর বাকিদেরও সাবধান করেছি।”

নয়া প্রেম জিতুর
নবনীতা দাস এখন অতীত। অভিনয় নিয়েই এখন ব্যস্ত অভিনেতা জিতু কামাল। তবে জীবন কোনও নারী এলেও তা নিয়ে মুখ খুলছেন না তিনি, বরং সোশ্যাল মিডিয়ায় জানালেন ঈশ্বর প্রেমের কথা। লিখলেন, ভগবানের পরিকল্পনা সব সময় আমাদের খারাপ লাগার থেকে অনেক বেশি সুন্দর।

‘যাচ্ছেতাই কাণ্ড’ সইফের!
এত বছরের সংসার, তাঁর আগে থেকে করছেন প্রেম–তবু নিজের স্ত্রীকে চিনতে পারলেন না সইফ আলি খান! এয়ারপোর্টে ঘটিয়ে ফেললেন এক কাণ্ড। স্ত্রী ভেবে ভুল করে জড়িয়ে ধরলেন বিমানসেবিকাকে। ভিডিয়ো হয়েছে ভাইরাল।

জেহ-র মুখে মদ?
এই মুহূর্তে পতৌদি প্যালেসে ছুটি কাটাচ্ছে সইফ আলি খান ও তাঁর পরিবার। আর সেখানকারই এক ছবি সামনে এসেছে। যে ছবিতে দেখা যাচ্ছে করিনা ও সইফের বছর তিনেকের ছেলে জাহাঙ্গীরের মুখে এক মদের বোতল! যে মদের বোতলের দাম প্রায় ছয় কোটির কাছাকাছি।

ছেলেকে বোঝালেন ববি
শাহরুখের মেয়ে সুহানা খান কিংবা অমিতাভের নাতনি আরাধ্যা বচ্চন ইংরেজি ঢঙে হিন্দি বলার জন্য় ট্রোলড হয়েছেন। তা দেখে বেশ ভয় পেয়েছেন ববি দেওল। ছেলেকে বুঝিয়েছেন তিনি। বলেছেন, বলিউডে সফল অভিনেতা হতে গেলে সাবলীলভাবে হিন্দি বলা জানতে হবে।

স্বাস্থ্য কেন্দ্রে সানি-ডিম্পলের গোপন প্রেম
একটা সময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দুই বলিউড তারকা সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়া। সেই প্রেমের কারণে নাকি রাজেশ খান্নার সঙ্গে বিয়েও ভাঙে ডিম্পলের। সম্প্রতি তাঁদের দেখা যায় মুম্বইয়ের স্বাস্থ্য কেন্দ্রে। ক্যামেরা দেখেই হকচকিয়ে যান দু’জনে।

Published on: Dec 19, 2023 10:47 PM