AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aishwarya Rai Bachchan, Indian Actress: অশান্তি চরমে! ঐশ্বর্যর মান ভাঙাতে কোটি কোটি টাকা খরচ করলেন অভিষেক?

Aishwarya Rai Bachchan, Indian Actress: অশান্তি চরমে! ঐশ্বর্যর মান ভাঙাতে কোটি কোটি টাকা খরচ করলেন অভিষেক?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Oct 25, 2024 | 9:02 PM

Share

Aishwarya Rai Bachchan: আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। শোনা যাচ্ছে তাঁদের সংসার নাকি ভাঙছে। এই আলোচনার মাঝেই কোটি কোটি টাকার ফ্ল্যাট কিনলেন জুনিয়র বচ্চন। শোনা যাচ্ছে, মোট ১০ টা ফ্ল্যাট কিনেছেন অভিষেক এবং অমিতাভ বচ্চন। যার মধ্যে ৬টি ফ্ল্যাট নিজের টাকায় কিনেছেন অভিষেক। ঐশ্বর্যর মান ভাঙাতেই নাকি এই কাজ করেছেন তিনি।

অভিষেকের পদক্ষেপ

আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। শোনা যাচ্ছে তাঁদের সংসার নাকি ভাঙছে। এই আলোচনার মাঝেই কোটি কোটি টাকার ফ্ল্যাট কিনলেন জুনিয়র বচ্চন। শোনা যাচ্ছে, মোট ১০ টা ফ্ল্যাট কিনেছেন অভিষেক এবং অমিতাভ বচ্চন। যার মধ্যে ৬টি ফ্ল্যাট নিজের টাকায় কিনেছেন অভিষেক। ঐশ্বর্যর মান ভাঙাতেই নাকি এই কাজ করেছেন তিনি।

মিমির বার্তা

ঝড় না এলেও শহর কলকাতায় ‘দানা’র প্রভাব অনেকটাই পড়েছে। শুক্রবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। অনেক রাস্তাতেই জল জমেছে। এই পরিস্থিতিতে অনেকে বাড়িতেই রয়েছেন। কিন্তু অনেককে আবার কাজেও বেরোতে হয়েছে। এই পরিস্থিতিতে সবাইকে সাবধানে থাকার বার্তা দিলেন মিমি চক্রবর্তী।

ফিরছে সিআইডি

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শেষ বার এসিপি প্রদ্যুমান, দয়াকে পর্দায় দেখেছিলেন দর্শক। ১৯৯৮ সাল থেকে টানা দর্শকের মন জয় করে এসেছে ‘সিআইডি’। মাঝে ৬ বছর পুরনো পর্বের সম্প্রচার দেখেই দিন কাটাচ্ছিলেন অনুরাগীরা। কিন্তু আর তেমনটা হবে না। ছ’বছর পর নতুন করে শুরু হতে চলেছে সিআইডি।

কী বললেন মীর
বাঙালির অন্যতম প্রিয় পর্যটন স্থল হল পুরী। উড়িষ্যার এই সমুদ্রতীরে সারাবছর ভিড় জমেই থাকে। তবে দেখা গেল সাইক্লোন দানা আসার খবর পেয়েও একাংশ মানুষ ছাড়েননি সমুদ্রতট। আর বৃহস্পতিবার রাতে যা নিয়ে কটাক্ষও করলেন মীর। তাঁদের উদ্দেশে মীর বললেন, আপনাদের Clone নয়, cyclone বানিয়ে রাখা উচিত!

সরব আলিয়া
ত্রিশের গণ্ডি পেরোতই নাকি বোটক্সের সাহায্য নিচ্ছেন আলিয়া, এমনটাই দাবি করা হয় এক প্রতিবেদনে। অভিনেত্রী শুক্রবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিজে এই দাবিকে গুজব বলে গর্জে উঠলেন, বললেন ‘কসমেটিক সংশোধন বা অস্ত্রোপচার যারা বেছে নেন, সেটা দিয়ে আমি কাউকে বিচার করি না। সেটা তাঁদের ব্যক্তিগত অভিরূচি।

বিয়ে করছেন শ্বেতা-রুবেল
শ্বেতা ভট্টাচার্য-রুবেল দাস বিয়ে করছেন। টলিপাড়া সূত্রে খবর তেমনই। ২০২৫-এর জানুয়ারি মাসেই হচ্ছে এই বিয়ে। ঘনিষ্ঠ সূত্রে খবর, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই হচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। দিনক্ষণ সব পাক্কা। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেনি জুটি।

রিয়াকে ছাড়পত্র

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য মামলায় বড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে যে লুকআউট নোটিস জারি করেছিল সিবিআই, তা খারিজ করার নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট। শুক্রবার,সুপ্রিম কোর্টও বম্বে হাইকোর্টের রায়কেই বজায় রাখল।

জুটিতে আদৃত-সৃজা

আবারও যে সিরিয়ালে ফিরছেন আদৃত রায় সে কথা অনেক দিন ধরেই আলোচনা চলছে। এবার এল নতুন খবর শোনা যাচ্ছে আদৃতের বিপরীতে দেখা যেতে পারে দেবের নায়িকা সৃজা দত্তকে। ইতিমধ্যেই নাকি প্রোমো শুট হয়ে গিয়েছে। তবে সবটাই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

শুটিং পিছল

নায়ক-প্রযোজক দেব , অভিজিত্‍ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরীর টলিপাড়ার হিট জুটি। শোনা যাচ্ছে, আবারও দেব-মিঠুনকে নিয়ে আবারও ছবি তৈরি করছেন পরিচলক-প্রযোজক জুটি। তবে সেই ছবির শুটিং নাকি পিছিয়ে গিয়েছে।