Ajay Devgn: ৪৫ কোটি দিয়ে কী করলেন অজয় দেবগন?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 15, 2023 | 11:52 AM

Bollywood Star: পরিচালনাতে তাঁর খুব আগ্রহ। অনেক সময় তিনি বেশ কিছু পরামর্শ দেন পরিচালকদের। এবার অজয় দেবগন বড় কোনও প্রজেক্ট করবেন কি না,সেটাই দেখার বিষয়।

কয়েক বছরে অজয় দেবগন বেশ কিছু সম্পত্তি কিনেছেন। কিনেছেন অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাটও। বলিউডে প্রচুর ছবিতে অজয় দেবগন কাজ করছেন । একের পর এক তিনি হিট ছবি উপহার দিচ্ছেন। তাই বেশিভাগ পরিচালকরাই চাইছেন তাঁর সঙ্গে কাজ করতে। এবার অজয় দেবগন চাইছেন অফিস কিনতে। বলিউড সূত্রের খবর, প্রায় ৪৫ কোটি টাকা খরচ করেছেন অফিস কেনার জন্য। সেখানে অজয় দেবগন ছবির নানা কাজ করবেন। সূত্রে খবর, এই অফিসের কাজের দায়িত্ব সামলাবেন কাজল ও তার মেয়ে নাইসা। সেখানে দেখতে পাবেন না অজয় দেবগনের কোনও ব্যানার। তিনি নিজে প্রযোজনায় আসবেন কি না, তা এখনও জানা যায়নি। পরিচালনাতে তাঁর খুব আগ্রহ। অনেক সময় তিনি বেশ কিছু পরামর্শ দেন পরিচালকদের। এবার অজয় দেবগন বড় কোনও প্রজেক্ট করবেন কি না,সেটাই দেখার বিষয়।