Bratya Basu: শূন্যপদ নিয়ে শিক্ষামন্ত্রী-মুখ্যমন্ত্রীর কথা, ব্রাত্যর মন্তব্যে তুঙ্গে তরজা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 18, 2025 | 5:37 PM

Bratya Basu On Supernumerary Post: সোমবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক স্তরে কথা হয়েছে। তবে আলোচনা খুবই প্রাথমিক স্তরে রয়েছে। আইনি পরামর্শ নেবে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এদিকে, শূন্যপদ যদি বাড়ে, সেক্ষেত্রেও নতুন করে আইনি জটিলতা তৈরি হবে, স্পষ্ট করে দিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রশ্ন উঠছে, নিয়োগ প্রক্রিয়ার মাঝেই কি এভাবে শূন্যপদ বাড়ানো যায়?

কলকাতা: এসএসসি-তে শূন্যপদ বাড়ানো নিয়ে রাজপথে নেমেছেন নবাগত-যোগ্য চাকরিহারারা। সোমবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক স্তরে কথা হয়েছে। তবে আলোচনা খুবই প্রাথমিক স্তরে রয়েছে। আইনি পরামর্শ নেবে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এদিকে, শূন্যপদ যদি বাড়ে, সেক্ষেত্রেও নতুন করে আইনি জটিলতা তৈরি হবে, স্পষ্ট করে দিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রশ্ন উঠছে, নিয়োগ প্রক্রিয়ার মাঝেই কি এভাবে শূন্যপদ বাড়ানো যায়? এর আগে নিয়োগের ক্ষেত্রে রাজ্যের তৈরি করা সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত আদালতে ধাক্কা খেয়েছিল। বিকাশরঞ্জন বলেন, “এখন যদি বলে শূন্যপদ বাড়াব, এটা কী সম্ভব? সম্পূর্ণ বেআইনি। আরেকটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে।” যদিও তার পাল্টা শিক্ষামন্ত্রী বক্তব্য, “মামলা তো করেছেন। মামলার ফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি।”