Buenos Aires: লাতিন আমেরিকার এই শহরকে প্যারিস বলে কেন?
বুয়েনস এয়ারর্স আর্জেন্টিনার রাজধানী। একে বলে প্যারিস অফ লাতিন আমেরিকা। এই শহর নাচের শহর। ট্যাঙ্গো নাচের পীঠস্থান বুয়েনস এয়ারর্স। এই শহরের স্পন্দনের দুটি নাম ফুটবল আর ট্যাঙ্গো।
বুয়েনস এয়ারর্স আর্জেন্টিনার রাজধানী। একে বলে প্যারিস অফ লাতিন আমেরিকা। এই শহর নাচের শহর। ট্যাঙ্গো নাচের পীঠস্থান বুয়েনস এয়ারর্স। এই শহরের স্পন্দনের দুটি নাম ফুটবল আর ট্যাঙ্গো। বুয়েনস এয়ারর্স শহরের লা বোকা অঞ্চলে প্রচুর ইতালিয়র বসবাস। তারা থেকে যান এই অঞ্চলেই। শতবর্ষ আগে এই অঞ্চলে নতুন বসতি তৈরি হয়। ওই ইতালীয় জনগোষ্ঠী শুরু করেন এই ট্যাঙ্গো নাচ। তখন নারী পুরুষের একসঙ্গে নাচে নিষেধাজ্ঞা ছিল। বাধ্য হয়ে পুরুষরাই কেবল নাচতেন এই নাচ। একে বলা হত দরিদ্র পুরুষের নাচ। সেই সময়ে মনে করা হত পুরুষরা মহিলাদের আকৃষ্ট করার জন্য ট্যাঙ্গো নাচেন। এখন অবশ্য নারী পুরুষ একসঙ্গে নাচেন এই নাচ। উজ্জ্বল রঙের ঘরবাড়ি। তার মাঝে একটু ফাঁকা জায়গা পেলেই শুরু হয় ট্যাঙ্গো। সারা শহরই যেন নাচের মঞ্চ। মারাদোনার শহর বোকা জুনিয়ার্সেরও একই অবস্থা। সেখানেও হঠাৎ করে নাচে মেতে ওঠে শহরবাসী।