সম্পূর্ণ ‘দাগি’ তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি সিনহার, বেঁধে দিলেন সময়ও

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 02, 2025 | 10:08 AM

এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। 'দাগি'-দের তালিকা প্রকাশেরও নির্দেশ দেয়। সেইমতো গত ২৭ নভেম্বর এসএসসি ১ হাজার ৮০৬ জন নবম-দশম ও একাদশ-দ্বাদশের 'দাগি' শিক্ষকের যাবতীয় তথ্য সমেত নাম প্রকাশ করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-র ৩,৫১২ জন 'দাগির' তালিকা প্রকাশ করেছে। তারপরও 'দাগি'-রা কীভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেন, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানে আদালত বলে, এসএসসি শীর্ষ আদালতকে জানিয়েছিল, অযোগ্যদের সংখ্যা ৭,২৯৩। বুধবারের মধ্যে এই ৭ হাজার ২৯৩ জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলেন বিচারপতি। এসএসসিকে আউট অফ প্যানেল, র‌্যাঙ্ক জাম্প ও OMR মিস ম্যাচদের বিস্তারিত তথ্য জানিয়ে মোট ৭২৯৩ জনের তালিকা প্রকাশ করতে হবে। এর মধ্যে ২০১৬-র প্যানেলে চাকরি না করা 'অযোগ্য'-ও রয়েছেন।

এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ‘দাগি’-দের তালিকা প্রকাশেরও নির্দেশ দেয়। সেইমতো গত ২৭ নভেম্বর এসএসসি ১ হাজার ৮০৬ জন নবম-দশম ও একাদশ-দ্বাদশের ‘দাগি’ শিক্ষকের যাবতীয় তথ্য সমেত নাম প্রকাশ করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-র ৩,৫১২ জন ‘দাগির’ তালিকা প্রকাশ করেছে। তারপরও ‘দাগি’-রা কীভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেন, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানে আদালত বলে, এসএসসি শীর্ষ আদালতকে জানিয়েছিল, অযোগ্যদের সংখ্যা ৭,২৯৩। বুধবারের মধ্যে এই ৭ হাজার ২৯৩ জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলেন বিচারপতি। এসএসসিকে আউট অফ প্যানেল, র‌্যাঙ্ক জাম্প ও OMR মিস ম্যাচদের বিস্তারিত তথ্য জানিয়ে মোট ৭২৯৩ জনের তালিকা প্রকাশ করতে হবে। এর মধ্যে ২০১৬-র প্যানেলে চাকরি না করা ‘অযোগ্য’-ও রয়েছেন।

Published on: Dec 02, 2025 10:06 AM