Dhupguri Snake-Cat: প্রসূতি বিভাগে মুখোমুখি সাপ-বেড়াল!
হাসপাতালে প্রসূতি বিভাগে ঢুকে পড়লো সাপ। হলুস্থূল কান্ড ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। আতঙ্কে ওয়ার্ড ছেড়ে পালালেন রোগী ও তার আত্মীয়রা। ঘর ছাড়লেন চিকিৎসক স্বাস্থ্য কর্মীরাও।
সোমবার রাতে হাসপাতালের ভেতরে একদম প্রসূতি বিভাগ এবং সাধারণ পুরুষ বিভাগের মাঝে এক রোগীর আত্মীয় প্রথম সাপ টিকে দেখতে পায়। আতঙ্ক ছড়িয়ে পরে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মী দের মধ্যে। সেই সময় সকলেই ব্যাস্ত ছিলেন ওয়ার্ডে রোগী দেখার কাজে। এক রোগীর আত্মীয় প্রসূতি বিভাগে রোগী দেখতে যাবার সময় দরজার সামনে সাপ এবং বেড়াল টিকে মুখোমুখি বসে থাকতে দেখেন।ভয়ে চিৎকার জুড়ে দেন ওই মহিলা ।ছুটে আসে ওয়ার্ডে ভর্তি থাকা রোগী ও তাদের পরিজনরা । ছুটে আসেন নার্স ও চিকিৎসকরা। ভয়ে হুলুস্থুন পড়ে যায় হাসপাতালে সমস্ত বিভাগে। সাথে সাথে প্রসূতি বিভাগ, শিশু ওয়ার্ড এর দরজা বন্ধ করে দেওয়া হয়। আতঙ্কে রোগীরা ছোটাছুটি শুরু করেন।ওয়ার্ড ছেড়ে অনেকেই বাইরে পালিয়ে যান ।অনেকে আবার সেই দৃশ্য মোবাইল বন্দী করতে থাকেন । সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক দেবস্মিতা চক্রবর্তী খবর দেন ব্লক স্বাস্থ্য আধিকারিক কে। খবর দেওয়া হয় সর্প বিশারদ কে। এর পর ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা হাসপাতালে গিয়ে প্রায় সাত ফুট লম্বা সাপ টিকে উদ্ধার করেন। এর পরে আতঙ্ক মুক্ত হয় হাসপাতালে রোগী এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। স্বস্থির নিশ্বাস ফেলেন স্বাস্থ্য আধিকারিক। পরিবেশ প্রেমীরা জানিয়েছেন সেটি আসলে দাড়াশ সাপ ।