South 24 Parganas News: হার্ড ডিস্কই লুঠ!

| Edited By: Tapasi Dutta

Oct 06, 2023 | 9:50 PM

Mathurapur: বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। আজ সকালে স্কুলেরই কর্মী ও ছাত্রছাত্রীরা এসে দেখতে পান স্কুলের অফিস ঘরের জানালা ভাঙা রয়েছে। সমস্ত আলমারি ও আলমারির লকার ভেঙে লুট করা হয়েছে নগদ টাকা এবং স্কুলের গুরুত্বপূর্ণ নথি। এছাড়াও, সিসি ক্যামেরার হার্ডডিস্ক লুঠ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। আজ সকালে স্কুলেরই কর্মী ও ছাত্রছাত্রীরা এসে দেখতে পান স্কুলের অফিস ঘরের জানালা ভাঙা রয়েছে। এরপর স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এসে দেখেন সমস্ত আলমারি ও আলমারির লকার ভেঙে লুট করা হয়েছে নগদ টাকা এবং স্কুলের গুরুত্বপূর্ণ নথি।

এছাড়াও, সিসি ক্যামেরার হার্ডডিস্ক লুঠ করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে সিসি ক্যামেরাগুলো। সব মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। বেলায় খবর পেয়ে স্কুলে আসে মথুরাপুর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই চুরির কিনারা করতে পারেনি পুলিশ। অন্যদিকে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে স্কুল চত্বরে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণ অবস্থান করেন।