Salary Date: মাসের কত তারিখে ঢুকবে বেতন, নিয়ম বেঁধে দিল কেন্দ্র

|

Nov 24, 2025 | 2:03 PM

Labour Code: কেন্দ্রের শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সকল তথ্য প্রযুক্তি সেক্টর এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত পরিষেবার সঙ্গে যুক্ত কোম্পানিগুলিকে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দিতে হবে। বেতন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ। নতুন শ্রম কোডে কেন্দ্রের তরফে বলা হয়েছে যে আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে এবং কর্ম সংক্রান্ত স্ট্রেস কমাতে কর্মীদের বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে।

দেশে চালু হয়েছে নতুন ৪ শ্রম কোড। আর তারপরই বেতনের নিয়মে বড় পরিবর্তন। ২১ নভেম্বর থেকে দেশে কার্যকর হয়েছে নতুন ৪ শ্রম কোড। কর্মীদের বেতন কত তারিখের মধ্যে দিতে হবে, তা নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।  শ্রম আইনের নতুন কোডে আইটি সেক্টর অর্থাৎ তথ্য প্রযুক্তি সংস্থাগুলির জন্য কর্মীদের বেতন কত তারিখের মধ্যে দিতে হবে, তা নির্দিষ্ট করে দিয়েছে। কেন্দ্রের শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সকল তথ্য প্রযুক্তি সেক্টর এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত পরিষেবার সঙ্গে যুক্ত কোম্পানিগুলিকে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দিতে হবে। বেতন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ। নতুন শ্রম কোডে কেন্দ্রের তরফে বলা হয়েছে যে আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে এবং কর্ম সংক্রান্ত স্ট্রেস কমাতে কর্মীদের বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। আগে কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও নিয়ম ছিল না।