IRCTC Foriegn Tour: সস্তায় বিদেশ ভ্রমণের সুযোগ!
অনেকেই বিদেশে ঘুরতে যেতে চান। তবে এতে খরচ অনেকটাই বেড়ে যায়। কম খরচে বিদেশে যেতে চান? IRCTC আনছে দারুণ প্যাকেজ। ENCHANTING SINGAPORE AND MALAYSIA প্যাকেজ। ঘুরতে যেতে পারবেন মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
অনেকেই বিদেশে ঘুরতে যেতে চান। তবে এতে খরচ অনেকটাই বেড়ে যায়। কম খরচে বিদেশে যেতে চান? IRCTC আনছে দারুণ প্যাকেজ। ENCHANTING SINGAPORE AND MALAYSIA প্যাকেজ। ঘুরতে যেতে পারবেন মালয়েশিয়া ও সিঙ্গাপুর। IRCTC য়ের প্যাকেজে এই ২টি দেশে ভ্রমণ করতে পারবেন । প্যাকেজ শুরু ২১ নভেম্বর থেকে। ৬ রাত ৭ দিন কাটাতে পারবেন।
পর্যটকদের জন্য রয়েছে জলখাবার থেকে রাতের খাওয়ার ব্যবস্থা। ভ্রমণের জন্য ১ জনের খরচ ১ লাখ ৩৭ হাজার টাকা। টিকিট বুকিং করতে পারবেন IRCTC য়ের ওয়েবসাইট থেকে। যোগাযোগ করতে পারেন ৮২৮৭৯২০৭১৮ নম্বরে। সিঙ্গাপুরে ঘুরতে পারেন বুকিট টিমাহ হিল,সিঙ্গাপুর ফ্লায়ার ও চায়না টাউনে। মালয়েশিয়ায় বিখ্যাত কিনাবালু ন্যাশনাল পার্ক,পারহেনশিয়ান দ্বীপপুঞ্জ ও কিনাবালু ন্যাশনাল পার্ক।