Subhashree Ganguly: অপছন্দের চরিত্রে ‘না’ শুভশ্রীর

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 22, 2023 | 11:33 AM

Tollywood Actress: ১৭ বছরের শুভশ্রী, জাতীয় পুরস্কার প্রাপ্ত এক পরিচালকের ছবি করার অফার ফেরান। তিনি জানতেন, সেই চরিত্র তেমন কিছু চ্যালেঞ্জিং ছিল না।

বিনোদন জগতে শুভশ্রী যাত্রা শুরু করেন মাত্র ১৭ বছর বয়সে। তিনি সব সময় নিজের ওপর ভরসা রাখেন। শুভশ্রী স্পষ্ট কথা বলতে ভালবাসেন। তাঁর কাছে অনেক চরিত্রের প্রস্তাব এসেছিল। কিন্তু যেকোনও ছবির প্রস্তাব এলেই তিনি হ্যা বলেন না।
পছন্দের মতো চরিত্র না পেলে তিনি কখনও সেই কাজ করেন না। ১৭ বছরের শুভশ্রী, জাতীয় পুরস্কার প্রাপ্ত এক পরিচালকের ছবি করার অফার ফেরান। তিনি জানতেন, সেই চরিত্র তেমন কিছু চ্যালেঞ্জিং ছিল না। আগের মতো এখনও অপছন্দের চরিত্র ‘না’ বলেন শুভশ্রী। যুক্তি দিয়ে তিনি বুঝিয়ে দেন ‘না’ বলার কারণ। শুভশ্রীর অভিনয় আগের থেকে অনেকটাই বদল হয়েছে।তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করে। শুভশ্রী মতে,ক্যারিয়ারে সাফল্য পেতে নিজের ওপর আত্মবিশ্বাস থাকা খুব দরকার।