China, Japan Stock Market Index: হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!

Mar 03, 2025 | 8:17 PM

Japan-China: আজ বেড়েছে জাপানের সূচক নিক্কেই, চিনা সূচক হ্যাংসেং। ১.৭০ শতাংশ বেড়েছে নিক্কেই। ০.২৮ শতাংশ বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।

এখনও পতন থামেনি ভারতের বেঞ্চমার্ক সূচকের। আজ বেড়েছে জাপানের সূচক নিক্কেই, চিনা সূচক হ্যাংসেং। ১.৭০ শতাংশ বেড়েছে নিক্কেই। ০.২৮ শতাংশ বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।

আজ যথাক্রমে ৫ পয়েন্ট ও ১১২ পয়েন্ট পড়ল নিফটি ৫০ ও সেনসেক্স। বেঞ্চমার্ক সূচকগুলো আজ পড়লেও উঠেছে বেশ কিছু সূচক।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।