China-Japan Stock Market: ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!

Mar 17, 2025 | 11:00 PM

China Japan News: ভারতের সূচকের সঙ্গে সঙ্গে আজ ৩৪৩ পয়েন্ট বেড়েছে জাপানের সূচক নিক্কেই। চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ১৮৫ পয়েন্ট।

আজ ২৯৩ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ২৩৯ পয়েন্ট বেড়েছে ফিননিফটি। নিফটি নেক্সট ৫০ বেড়েছে ৪৩০ পয়েন্ট। ১১২ পয়েন্ট বেড়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ৩৪১ পয়েন্ট বেড়েছে ভারতের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

ভারতের সূচকের সঙ্গে সঙ্গে আজ ৩৪৩ পয়েন্ট বেড়েছে জাপানের সূচক নিক্কেই। চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ১৮৫ পয়েন্ট।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Mar 17, 2025 10:59 PM