Indian Navy: এখানে ঘাঁটি গেড়েই কী ভারতের উপর নজরদারি চালাচ্ছে China?

Nov 21, 2025 | 12:53 PM

China in Indian Ocean: কোকো দ্বীপে যে গত কয়েক দিন ধরে কিছু চলছিল। সেটা বুঝেছিল ভারতীয় নৌসেনা। তবে কি কোকো দ্বীপে ঢুকে পড়েহে চিনা সেনা? আর সেটা যদি হয় তাহলে ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে চিন। আর সেটাই হতে দিতে চায় না সেনা।

আন্দামান থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত কোকো দ্বীপ। দ্বীপটি রয়েছে মায়ানমারের অধীনে। আর সেই দ্বীপে যে গত কয়েক দিন ধরে কিছু চলছিল। সেটা বুঝেছিল ভারতীয় নৌসেনা। তবে কি কোকো দ্বীপে ঢুকে পড়েহে চিনা সেনা? আর সেটা যদি হয় তাহলে ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে চিন। আর সেটাই হতে দিতে চায় না সেনা।

কোকো দ্বীপ আসলে মায়ানমারের এলাকা। আর সেই এলাকা নিয়ে মায়ানমারের সঙ্গেও কথা বলেছিল প্রতিরক্ষা মন্ত্রক। তারা জানিয়েছে কোকো দ্বীপ এলাকায় কোনও ভাবেই চিন ঢোকেনি। যদিও মায়ানমারের এই স্তোক বাক্যে ভোলেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।