বড়দিনে হাড় জমিয়ে দিল শীত! আর কত নামবে তাপমাত্রা?

|

Dec 25, 2025 | 3:11 PM

Kolkata Weather: বৃহস্পতিবার ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নামল আলিপুরের তাপমাত্রা। আর ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমাঞ্চলের পারদ। আগামী ২ দিনে আরও কিছুটা বাড়বে ঠান্ডা। বছরের শেষ দিন পর্যন্ত শীতের আমেজে কোনও বাধা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

বড়দিনে যেন শীত উপহার দিল সান্টাক্লজ। ২৫ ডিসেম্বরেই মরসুমের শীতলতম দিন দেখল বাংলা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নামল আলিপুরের তাপমাত্রা। আর ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমাঞ্চলের পারদ। আগামী ২ দিনে আরও কিছুটা বাড়বে ঠান্ডা। বছরের শেষ দিন পর্যন্ত শীতের আমেজে কোনও বাধা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

কোথায়, কত তাপমাত্রা দেখে নিন-

দার্জিলিং- ৪.৫ ডিগ্রি

আলিপুরদুয়ার- ৮ ডিগ্রি

শ্রীনিকেতন- ৮.৫ ডিগ্রি

বাঁকুড়া- ৯.১ ডিগ্রি

বর্ধমান- ১০ ডিগ্রি

কোচবিহার- ১০.১ ডিগ্রি

আসানসোল- ১০.৪ ডিগ্রি

পুরুলিয়া- ১১ ডিগ্রি

দমদম- ১৩ ডিগ্রি

আলিপুর- ১৩.৭ ডিগ্রি