Rohit Singh Exclusive: কলকাতায় এসে মমতাকে নিশানা যুব চেতনার রাষ্ট্রীয় সচেতক রোহিত সিংয়ের

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 25, 2023 | 3:21 PM

রাহুলকেও তুলোধোনা করেন রোহিত সিং। দেশভাগের সময় ভারত জোড়ো কোথায় ছিল? প্রশ্ন তোলেন তিনি। মোদিজি দেশ তথা বাংলার ভবিষ্যত

Follow Us

যুব চেতনার রাষ্ট্রীয় সচেতক শ্রী রোহিত সিং শহরে এক ঝটিকা সফরে কলকাতায়। টিভি নাইন বাংলা ডিজিটালকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বাংলার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই ব্যস্ত, বাংলার জনগণকে নিয়ে নয়।
রাহুল গান্ধীকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলকেও তুলোধোনা করেন রোহিত সিং। দেশভাগের সময় ভারত জোড়ো কোথায় ছিল? প্রশ্ন তোলেন তিনি। মোদিজি দেশ তথা বাংলার ভবিষ্যত । দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে বাংলাতেও উন্নয়নের কাজ অব্যাহত রেখেছেন বলে মত রোহিতের। কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নয় সারাদেশের গ্রামে গ্রামে গিয়ে মানুষের কথা শুনছেন। শুনছেন গ্রামবাংলায় মানুষের কথাও। পঞ্চায়েত ভোটের আগে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

যুব চেতনার রাষ্ট্রীয় সচেতক শ্রী রোহিত সিং শহরে এক ঝটিকা সফরে কলকাতায়। টিভি নাইন বাংলা ডিজিটালকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বাংলার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই ব্যস্ত, বাংলার জনগণকে নিয়ে নয়।
রাহুল গান্ধীকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলকেও তুলোধোনা করেন রোহিত সিং। দেশভাগের সময় ভারত জোড়ো কোথায় ছিল? প্রশ্ন তোলেন তিনি। মোদিজি দেশ তথা বাংলার ভবিষ্যত । দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে বাংলাতেও উন্নয়নের কাজ অব্যাহত রেখেছেন বলে মত রোহিতের। কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নয় সারাদেশের গ্রামে গ্রামে গিয়ে মানুষের কথা শুনছেন। শুনছেন গ্রামবাংলায় মানুষের কথাও। পঞ্চায়েত ভোটের আগে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

Next Video