Cow Smuggling: গরু নিয়ে পালিয়ে গেল ওরা… মধ্যরাতে যেন হাসনাবাদে সিনেমার দৃশ্য

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 09, 2025 | 3:20 PM

Cow Smuggling: দুই গরু চোরকে হাতেনাতে ধরে ফেলে মানুষজন। ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। আহত চালককে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গাড়িটির ভিতরে থাকা একটি গরু ঘটনাস্থলেই মারা যায়।

রাতের অন্ধকারে গরু বোঝাই টেম্পো দৌড়চ্ছে। পিছনে দৌড়চ্ছে একটি গাড়ি। সে যেন সিনেমার দৃশ্য। তারপরই আচমকা দুর্ঘটনা। ধরা পড়ল ‘গরু-চোর’!

হাসনাবাদ থানার অন্তর্গত বেভিয়া মোড় এলাকা থেকে গভীর রাতে ৫ টি গরু চুরি করে পালাচ্ছিল পাঁচজন। তারপর গরু চোরদের গাড়ি ধাওয়া করে বাড়ির লোকজন। বাড়ির লোকজন জানতে পেরে গাড়ি নিয়ে পিছু ধাওয়া করতে শুরু করে। এরপর মিনাখা থানার পুলিশ ওই গরু চোরদের গাড়িটিকে ধাওয়া করতে থাকে। কিন্তু গাড়িটি এতটাই বেপরোয়া ছিল যে পুলিশের গার্ডরেল ভেঙে পালিয়ে যায়। এরপর শনিবার সকালে ক্যানিং অটো স্ট্যান্ড এলাকায় একটি লরিতে ধাক্কা মারে। সেই সময় পাঁচ জন গরু চোরের মধ্যে তিন জন পালিয়ে যায়।