মতুয়াদের নিয়ে ‘ঘোলা জলে’ মাছ ধরতে চায় সিপিএম-ও?

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 17, 2025 | 1:54 PM

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই মতুয়া সম্প্রদায়ের মন পেতে আসরে নেমেছে রাজনৈতিক দলগুলি। সিএএ-র জন্য ক্যাম্প করেছে বিজেপি। এসআইআর আবহে বনগাঁয় প্রথম রাজনৈতিক সভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে থাকতে নারাজ বামেরাও। একসময় মতুয়াগড়ে বামেদের একাধিপত্য ছিল। মতুয়াগড়ে সেই হারানো জমি ফিরে পেতে উদ্যোগী হয়েছে সিপিএমও। মঙ্গলবার সিপিএমের 'বাংলা বাঁচাও যাত্রা' গাইঘাটায় পৌঁছয়। সেখানে মতুয়াদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। এরপর ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে গিয়ে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মালা পরান সুজন চক্রবর্তী ও মীনাক্ষী মুখোপাধ্যায়রা। এরপর মতুয়াদের বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করেন মীনাক্ষী।

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই মতুয়া সম্প্রদায়ের মন পেতে আসরে নেমেছে রাজনৈতিক দলগুলি। সিএএ-র জন্য ক্যাম্প করেছে বিজেপি। এসআইআর আবহে বনগাঁয় প্রথম রাজনৈতিক সভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে থাকতে নারাজ বামেরাও। একসময় মতুয়াগড়ে বামেদের একাধিপত্য ছিল। মতুয়াগড়ে সেই হারানো জমি ফিরে পেতে উদ্যোগী হয়েছে সিপিএমও। মঙ্গলবার সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’ গাইঘাটায় পৌঁছয়। সেখানে মতুয়াদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। এরপর ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে গিয়ে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মালা পরান সুজন চক্রবর্তী ও মীনাক্ষী মুখোপাধ্যায়রা। এরপর মতুয়াদের বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করেন মীনাক্ষী।