Credit Score: লোন নিয়ে বিয়ে করলে বৃদ্ধি পায় ক্রেডিট স্কোর?
Credit Score and Wedding Loan: ঠিক করে সামাল দিতে পারলে এই ধরনের পার্সোনাল লোন আপনার ক্রেডিট স্কোরকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে সেই ক্ষেত্রে নিয়মিত পরিশোধের অভ্যাস ও ক্রেডিট মিশ্রণে বৈচিত্র্রের মতো কয়েকটি বিষয়ে নজর দিতে হবে আপনাকে।
লোন নিয়ে বিয়ে করলে জমকালো বিয়ের স্বপ্নপূরণ হয়। কিন্তু আপনার ক্রেডিট স্কোরের উপর এর একটা বিরাট প্রভাবও পড়তে পারে। সেই প্রভাব ইতিবাচকও হয় আবার নেতিবাচকও হতে পারে। তবে এর পুরোটাই নির্ভর করে আপনি কীভাবে সেই লোন পরিশোধ করছেন তার উপরই।
ঠিক করে সামাল দিতে পারলে এই ধরনের ঋণ আপনার ক্রেডিট স্কোরকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে সেই ক্ষেত্রে নিয়মিত পরিশোধের অভ্যাস ও ক্রেডিট মিশ্রণে বৈচিত্র্রের মতো কয়েকটি বিষয়ে নজর দিতে হবে আপনাকে।
তবে, কিছু ভুল করলে এই লোনই আপনার জন্য ফাঁদে পরিণত হতে পারে। এর মধ্যে রয়েছে মাল্টিপল অ্যাপ্লিকেশন, ঋণের বোঝা বৃদ্ধি বা ইএমআই মিসের মতো বিষয়গুলো।
