Cristiano Ronaldo: মাদ্রিদের রাস্তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আবারও কি পুরনো ক্লাবে ফিরছেন CR7?
এক বিলাসবহুল গাড়িতে চড়তে দেখা যায় রোনাল্ডোকে। নামী মডেল বুগাট্টি চেন্তোদিয়াচি গাড়িতে রেস্তোরাঁ ছাড়েন রোনাল্ডো। সেই গাড়ির দাম ৮ মিলিয়ন ইউরো যা ভারতীয় মুদ্রায় যার দাম ৭১ কোটি টাকা
মাদ্রিদের রাস্তায় দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আবারও কি পুরনো ক্লাবে ফিরছেন সিআর সেভেন? নতুন করে শুরু হল জল্পনা। সৌদি আরবের ক্লাবে আল নাসেরের হয়ে এখন খেলেন সিআর সেভেন। ক্লাব পর্যায়ের মাঝেই দেশের হয়ে খেলতে নামেন পর্তুগিজ সুপারস্টার। জাতীয় দলের জার্সিতে খেলতে নেমে রেকর্ডও করেছেন রোনাল্ডো। পরপর দুটো ম্যাচেই জোড়া গোল করেছেন সিআর সেভেন। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও এখন তাঁর ঝুলিতে। ভেঙে দিয়েছেন সমস্ত নজির। জাতীয় দলের হয়ে রোনাল্ডোর নামের পাশে এখন গোলসংখ্যা ১২২। মাদ্রিদে বান্ধবী জর্জিনা রডরিগেজের সঙ্গে দেখা গেল রোনাল্ডোকে। এক রেস্তোরাঁ থেকে বেরনোর সময় ভক্তরা ঘিরে ধরেন সিআর সেভেনকে। এরপরই এক বিলাসবহুল গাড়িতে চড়তে দেখা যায় রোনাল্ডোকে। নামী মডেল বুগাট্টি চেন্তোদিয়াচি গাড়িতে রেস্তোরাঁ ছাড়েন রোনাল্ডো। সেই গাড়ির দাম ৮ মিলিয়ন ইউরো যা ভারতীয় মুদ্রায় যার দাম ৭১ কোটি টাকা। ফ্রান্সের এই বিলাসবহুল গাড়িটি কয়েকটা মাত্র এডিশনই বার করেছে। তার মধ্যে একটি রয়েছে রোনাল্ডোর কাছে। ফরাসি সংস্থাটির ১১০তম বর্ষপূর্তিতে এই মডেলটি প্রকাশ করা হয়। ক্রিসমাস উপলক্ষ্যে রোনাল্ডোকে সেই গাড়ি উপহার দিয়েছিলেন তাঁর বান্ধবী।